ছাতুর উপকারিতা

এই গরমের মধ্যে ছাতু আমাদের শরীরের জন্য অনেক উপকারী।ছাতু কিন্তু অনেক কিছুর সাথে মিক্সড করে খাওয়া যায়। যেমন ধরেন কাঁঠাল,আম, কলা, মৌসুমের ফলের সাথে ছাতু খেতে বেশ ভালো লাগে। আবার গরমের তৃষ্ণা মিটাতে ছাতুর শরবতও বেশ মজা। কর্মজীবী আপুদের জন্য তারও বেশি সুবিধা। সকালে একটা চটজলদি নাস্তা ও বানানো যায়।
আমাদের মিক্সড ছাতুর উপকরণ হলো গম, যব, ভুট্টা, চাল, বাদাম, তিল,মুড়ি।
ছাতুর উপকারিতা:
👉শরীরের মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে অনেক সাহায্য করে।
👉উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ও ইমিউন সিস্টেমকে ঠিক রাখে এবং ব্লাড সিগার নিয়ন্ত্রণে রাখে।
👉ত্বক ও চুলের জন্যেও ভাল কারন এটি খাওয়ার ফলে অক্সিজেনের পরিমান বেড়ে শরীরে এন্টিঅক্সিডেন্ট উৎপন্ন হয়।
👉এটি সহজেই হজম হয়,শক্তি ও পুষ্টিগুণ বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।
👉মেয়েদের পিরিয়ডের সময় অনেকের শরীরে পুষ্টিকর ঘাটতি হয় ছাতু খেতে পারলে পুষ্টির অভাব দূর হয় কারন ছাতুতে প্রচুর পরিমানে খনিজ, ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে।
👉ছাতু খেলে শরীর ঠান্ডা থাকে, শরীরের জালা-পোড়া কমায়, ক্লান্তিভাব দূর করে, প্রচুর শক্তি পাওয়া যায় এবং শরীরের সাথে মস্তিস্কের কর্মক্ষমতা বাড়ায়।
সকালের বা বিকালে মিক্স ছাতু খেতে পারেন। প্রয়োজন মতো ছাতু বাটিতে নিয়ে পরিমানমত দুধ, চিনি/ গুঁড় বা যে কোন মৌসুমী ফল মিশিয়ে খেতে পারেন সবাই।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

Explore Our Products

Place your order today at Shidol Shop!

Shidol Shop © 2024. All Rights Reserved.
Built with care by Pixel Suggest